মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত সওজ কর্মচারীর ঢামেকে মৃত্যু
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আনারপুরা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত সড়ক ও জনপদের (সওজ) কর্মচারী মো. সিদ্দিক মারা গেছেন।
রোববার (২৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
মো. সিদ্দিককে উদ্ধার করে নিয়ে আসা সহকর্মী আল-আমিন ঢাকা পোস্টকে বলেন, আমরা সড়ক ও জনপদের গজারিয়া থানার আনারপুরা রোডে রিপিয়ারিংয়ের কাজ করছিলাম। সিদ্দিক রাস্তায় বিটুমিন দিচ্ছিলেন। এ সময় হঠাৎ দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নারায়ণগঞ্জের মদনপুরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসাক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বিজ্ঞাপন
এসএএ/এসকেডি