ঢামেক থেকে ছাড়পত্র পেলেন তুমব্রু সীমান্তে আহত র্যাব সদস্য
বান্দরবানের তুমব্রু সীমান্তে সন্ত্রাসীদের গুলিতে আহত র্যাব সদস্য সোহেল বড়ুয়াকে (২৬) ছাড়পত্র দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) চিকিৎসক। মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকাল ৪টার দিকে ঢামেক থেকে ছাড়পত্র নিয়ে চলে যান তিনি।
আহত সোহেল বড়ুয়ার বড় ভাই জীবন বড়ুয়া ঢাকা পোস্টকে বলেন, বান্দরবানে সংঘর্ষের ঘটনায় আমার ভাই গুরুতর আহত হয়। পরে রাতেই তাকে হেলিকপ্টারযোগে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। ১৫ নভেম্বর ভোরে তার অপারেশন হয়। ঢাকা মেডিকেলে ১৫ দিন চিকিৎসাধীন থাকার পর আজ আমার ভাইকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, আমার ভাই এখন ভালো আছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আমার ভাই র্যাব-১৫ তে কর্মরত ছিল। আমাদের বাড়ি চট্টগ্রাম জেলার আকবরশাহ থানার বিশ্ব কলোনি এলাকায়। আমার বাবার নাম রাখাল বড়ুয়া।
আহত সোহেল বড়ুয়া ঢাকা পোস্টকে বলেন, আমি এখন সুস্থ আছি। ১৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। আজ রিলিজ নিয়ে গ্রামের বাড়ি চট্টগ্রামে চলে যাচ্ছি। পরবর্তীতে চট্টগ্রামে ডাক্তার দেখানোর জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসক। দুই সপ্তাহ বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসক।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চা মিয়া। তিনি ঢাকা পোস্টকে বলেন, আজ আহত র্যাব সদস্য সোহেল বড়ুয়াকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসক। তিনি এখানে ১৫ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন।
এসএএ/এসকেডি