বিকেলের পর ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
বিকেলের পর দেশের কয়েকটি স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সন্ধ্যার পর ঢাকার আকাশের মেঘ কেটে যাবে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
সোমবার (০৮ মার্চ) দুপুরে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস নিয়ে এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুস। এ আবহাওয়াবিদ ঢাকা পোস্টকে বলেন, সিলেটসহ আশপাশের এলাকায় বৃষ্টি হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
তিনি জানান, এখন পর্যন্ত ঢাকাসহ দেশের কয়েকটি জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে, বড় কোনো বৃষ্টিপাতের তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে আজ বিকেলের পর কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। আর সন্ধ্যার পর ঢাকা অঞ্চলে মেঘ কেটে যাবে।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে অধিদফতর জানিয়েছে, কুমিল্লা অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমক অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল বদলগাছীতে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার পরিস্থিতিতে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে।
বিজ্ঞাপন
ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল দক্ষিণ-পশ্চিম অথবা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কি.মি., যা অস্থায়ীভাবে দমকা আকারে ৩০ কি.মি. পর্যন্ত বাড়তে পারে। আর বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বাইরের অংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশ এলাকায় রয়েছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
একে/জেডএস