প্রধানমন্ত্রীর দুই একান্ত সচিবের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নবনিযুক্ত একান্ত সচিব-১ মনিরা বেগম এবং সচিব-২ আল মামুন মুর্শেদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন।
রোববার (১১ ডিসেম্বর) সকালে ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
বিজ্ঞাপন
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব-১ হিসেবে নিয়োগ পান মনিরা বেগম। পরে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ হিসেবে নিয়োগ পান প্রধানমন্ত্রীর কার্যালয়েরই মহাপরিচালক আল মামুন মুর্শেদ। তারা দুজনই যুগ্ম সচিব হিসেবে কার্যক্রম পরিচালনা করবেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে গত বৃহস্পতিবার পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে বুধবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব পদে পরিবর্তন আনা হয়। নতুন মুখ্য সচিব হয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। আর সচিব পদে পদোন্নতি পেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন। এতদিন ধরে মুখ্য সচিবের দায়িত্ব পালন করা আহমদ কায়কাউস বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিউইয়র্ক যাচ্ছেন।
এমএসআই/এফকে