ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করল রিয়াদের বাংলাদেশ দূতাবাস
সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।
রিয়াদের বাংলাদেশ দূতাবাস জানায়, দিবসটি উপলক্ষে দূতাবাসের অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় ডিজিটাল বাংলাদেশ বিষয়ে একটি গান ও একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
বিজ্ঞাপন
আলোচনা সভায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ডিজিটাল বাংলাদেশের সেবা আজ সারা দেশের মানুষ পাচ্ছে। দেশে শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিং, বিভিন্ন সরকারি সেবা আজ ডিজিটাল প্রযুক্তির কারণে মানুষের হাতের নাগালে চলে এসেছে। ইন্টারনেটের সহজলভ্যতা ও মোবাইল প্রযুক্তি আজ মানুষের জীবনে বিপুল ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে।
রাষ্ট্রদূত বলেন, ডিজিটাল বাংলাদেশের সেবা আজ প্রবাসীরাও পাচ্ছে। দূতাবাসের বিভিন্ন সেবাও আজ অনলাইনে প্রদান করা হচ্ছে। দূরদুরান্ত থেকে সেবা নিতে মানুষের আর দূতাবাসে আসার প্রয়োজন হচ্ছে না। সৌদি আরবের বিভিন্ন শহরে প্রবাসীদের জন্য প্রবাসী সেবা কেন্দ্র খোলা হয়েছে। যেখানে প্রবাসীরা পাসপোর্টসহ বিভিন্ন জরুরি সেবা সহজেই পাচ্ছেন।
বিজ্ঞাপন
রাষ্ট্রদূত আরও বলেন, প্রধানমন্ত্রী আজ যে স্মার্ট বাংলাদেশ গড়ার কথা বলেছেন, সে প্রেক্ষিতে আগামীতে স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি ও স্মার্ট সোসাইটি গড়ে উঠবে।
দূতাবাসের কার্যালয় প্রধান মো. বেলাল হোসেন অনুষ্ঠান উপস্থাপনা করেন। অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এনআই/এনএফ