কোনো প্রকার পরিশোধন ছাড়া খোলা নালায় তরল বর্জ্য ফেলায় চট্টগ্রামের নাসিরাবাদ এলাকার দুই প্রতিষ্ঠানকে ১৮ লাখ ৯৫ হাজার ১৬৮ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। প্রতিষ্ঠান দুটি হচ্ছে মক্কা ওয়াশিং ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড এবং জেফার্স ওয়াশিং।

সোমবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানা করা হয়।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, দূষণের অভিযোগে গত ২১ নভেম্বর কারখানা দুটি পরিদর্শন করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক, সহকারী পরিচালক হাছান আহম্মদ ও পরিদর্শক মো. শাওন শওকত। ওই সময় কারখানা দুটির কার্যক্রম চালু অবস্থায় ছিল। তবে দুটি প্রতিষ্ঠানেই ইটিপি (অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) বন্ধ অবস্থায় ছিল এবং অপরিশোধিত অবস্থায় তরল বর্জ্য সরাসরি পার্শ্ববর্তী নালায় ফেলা হচ্ছিল। এরপর নালা থেকে নমুনা সংগ্রহ করে গবেষণাগারে পরীক্ষা করা হয়। নমুনা বিশ্লেষণের পর প্রাপ্ত ফলাফলে বিভিন্ন প্যারামিটার পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ১৯৯৭ অনুযায়ী গ্রহনযোগ্য মাত্রার চেয়ে বেশি পাওয়া যায়।

এছাড়া কারখানা দুটিতে সবশেষ ১১ ডিসেম্বর পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন ও পরিদর্শক মো. মনির হোসেন পরিদর্শন করেন। এ সময়ও কারখানা দুটিতে ইটিপি বন্ধ অবস্থায় পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠান দুটির মালিককে জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক (উপসচিব) হিল্লোল বিশ্বাস বলেন, অপরিশোধিত তরল বর্জ্য খোলা নালায় ফেলায় নগরের মক্কা ওয়াশিং ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডকে ১৬ লাখ ৮৯ হাজার ৬০০ টাকা এবং জেফার্স ওয়াশিংকে দুই লাখ পাঁচ হাজার ৫৬৮ টাকা জরিমানা করা হয়েছে। দুই কারখানা কর্তৃপক্ষের উপস্থিতিতে শুনানি শেষে এই জরিমানা করা হয়েছে। 

এনএফ