ভিক্টর পরিবহনে অজ্ঞান পার্টির খপ্পরে ঢাকা কলেজের শিক্ষার্থী
রাজধানীর গুলিস্তানে ভিক্টর পরিবহনের একটি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন আজাদ (২৬) নামে এক শিক্ষার্থী। তিনি ঢাকা কলেজে সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় অসচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
বিজ্ঞাপন
আজাদকে উদ্ধার করে নিয়ে আসা তার বাবা আনোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমার ছেলে ভিক্টর বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে। আমরা খবর পেয়ে গুলিস্তান গোলাপশাহ মাজারের সামনে থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি। পরে পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনে ভর্তি দিয়েছেন চিকিৎসক।
তিনি আরও বলেন, আমার ছেলে ঢাকা কলেজে সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষে লেখাপড়া করে। তবে তার কাছে কত টাকা ছিল সে বিষয়ে জ্ঞান ফিরলে জানা যাবে।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, অজ্ঞান পার্টির খপ্পরে পড়া শিক্ষার্থীকে মেডিসিন বিভাগে ভর্তি দিয়েছেন চিকিৎসক।
এসএএ/এসকেডি