রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারে জুতার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৬ ইউনিট কাজ করে বিকেল ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।

আরও পড়ুন>>পুরান ঢাকায় জুতার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

তিনি ঢাকা পোস্টকে বলেন, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পাঠানো হয়। পরে ছয়টি ইউনিট কাজ করে ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারিনি। এছাড়া আগুনে কোনো হতাহতের খবরও এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি।

এমএসি/এমএ