মহান বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। 

শুক্রবার (১৬ ডিসেম্বর) সাভার জাতীয় স্মৃতিসৌধে এ শ্রদ্ধা জানানো হয়। 

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ, ট্রেজারার এস. এম. এহসান কবীর, রেজিস্টার মো. রেজাউল হক, যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক রফিক আহম্মদ সিদ্দিক, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ড. মো. রফিক আল মামুন, সহকারী রেজিস্টার জনাব মো. জাকির হোসেন, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) জনাব মো. জিয়াউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, বঙ্গবন্ধু পরিষদ-ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় শাখা ও কর্মচারী পরিষদ এবং বিভিন্ন পর্যায়ের নেতারা।

শ্রদ্ধা নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 

এমএম/এফকে