যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২২ উদযাপন করেছে সোনালী ব্যাংক লিমিটেড। 

শুক্রবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে ব্যাংক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী এবং সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম। এরপর ব্যাংক ভবনের নিচে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া দিবসটি উদযাপনে কেক কাটাসহ শাপলা চত্বরে বেলুন উড়ানো হয়। 


এছাড়াও সোনালী ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এসব কর্মসূচিতে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, ডেপুটি ম্যানেজিং ডিরেকক্টর, নির্বাহীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

/এফকে/