রাজধানীর লালবাগ থানা এলাকা থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (১৬ ডিসেম্বর) লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার আশফাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম সবুজ। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।

সহকারী পুলিশ কমিশনার আশফাক আহমেদ বলেন, বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাতে আজিমপুর পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা টহল দেওয়ার সময় জানতে পারেন—ইডেন কলেজের সামনে এক ব্যক্তি ওয়ান শুটার গান নিয়ে অবস্থান করছে। সংবাদ পেয়ে তারা তাৎক্ষণিকভাবে ইডেন কলেজের গেটের সামনে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে শুটার গান ও গুলিসহ হাতেনাতে সবুজকে গ্রেপ্তার করে করা হয়।

গ্রেপ্তার সবুজের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

এমএসি/কেএ