মিরপুরে এসির লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ২
রাজধানীর মিরপুরের পূর্ব ইমাম নগর এলাকায় এসির লিকেজ থেকে বিস্ফোরণে হাজেরা বেগম (৪৫) ও আরিয়ান (১৪) নামে দুইজন দগ্ধ হয়েছেন।
শনিবার (১৭ ডিসেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, মিরপুর থেকে দগ্ধ দুইজনকে শেখ হাসিনা বার্নে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে হাজেরা বেগমের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে এবং আরিয়ানের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। হাজেরা বেগমকে ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিট এবং আরিয়ানকে মেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে ভর্তি রাখা হয়েছে। তাদের দুজনের অবস্থায় আশঙ্কাজনক।
হাজেরা বেগমের স্বামী আব্দুস সালাম ঢাকা পোস্টকে বলেন, এসিতে আমাদের সমস্যা ছিল মিস্ত্রি সেটি ঠিক করতে পারেনি। ভোর রাতে মশার কয়েল জ্বালাতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে আমার স্ত্রী ও পাশের ভাড়াটিয়া আরিয়ান দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
এসএএ/এমএ