রাজধানীর সবুজবাগ থানার নন্দীপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনের সাত তলা থেকে পড়ে আজিজুর (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)  হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা মুমিন ঢাকা পোস্টকে বলেন, আমি আমার ভাতিজা এই নির্মাণাধীন ভবনে কাজ করি। সকালে কাজ করার সময় অসাবধানতাবশত সাত তলা থেকে নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমাদের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা থানার কচুয়া এলাকায়।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি আমরা সবুজবাগ থানাকে জানিয়েছি।

এসএএ/এসএম