চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পেশাগত দায়িত্ব পালন কর‍তে গিয়ে হামলার শিকার সাংবাদিক আবু আজাদ মামলা দায়ের করেছেন। মামলায় ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ অজ্ঞাতপরিচয় আরো কয়েকজনকে আসামি করা হয়েছে। 

সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাঙ্গুনিয়া মডেল থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলায় আসামিরা হলেন- উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী (৫৫), মেম্বার মহিউদ্দিন তালুকদার মোহন (৪০), কামরান (৩০) ও কাঞ্চন তুড়ি (৩০)। এছাড়া অজ্ঞাতপরিচয় ৫-৭ জনকে আসামি করা হয়েছে। তবে মামলায় সোমবার দিবাগত রাত ৯টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলার বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী ঢাকা পোস্টকে বলেন, সোমবার সন্ধ্যায় সংশ্লিষ্ট ধারায় মামলা রেকর্ড হয়েছে। মামলায় ভুক্তভোগী সাংবাদিক মারধর, অপহরণ এবং চাঁদা দাবির অভিযোগ করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এর আগে রোববার (২৫ ডিসেম্বর) সকালে রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নে ইটভাটার অনিয়মের অভিযোগে সংবাদ সংগ্রহে যান আবু আজাদ। তিনি ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে কর্মরত।

মামলার এজাহারে আবু আজাদ উল্লেখ করেন, ঘটনার দিন সংবাদ সংগ্রহের একপর্যায়ে তাকে ইউপি মেম্বার মোহনের নেতৃত্বে একদল লোক তুলে নিয়ে যায়। এরপর তাকে একটি কক্ষে আটকে রেখে মারধর, অস্ত্র ঠেকিয়ে জিম্মি এবং একপর্যায়ে চাঁদা দাবি করা হয়। এ সময় ইউপি চেয়ারম্যান সিরাজের নির্দেশে অভিযুক্তরা ভুক্তভোগী সাংবাদিকের মোবাইল ও টাকাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেয়।

জেডএস