রাজধানীর যাত্রাবাড়ী থানার পেছনে গাড়িচাপায় জয়নাল আবেদীন (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ভ্যানে করে আনারস বিক্রি করতেন।

সোমবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ভোর ৪টায় মৃত ঘোষণা করেন।

নিহত জয়নাল আবেদীনের মেয়ের জামাই আব্দুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমার শ্বশুর ভ‍্যানে করে যাত্রাবাড়ী থানার পেছনে আনারস বিক্রি করতেন। আনারস বিক্রি শেষে ফ্যান নিয়ে বাসায় ফেরার পথে গাড়িতে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, তবে কী গাড়িতে আমার শ্বশুরকে চাপা দিয়ে গেছে সে বিষয়টি এখনও জানতে পারিনি। তার বাড়ি পটুয়াখালী জেলার দুমকি থানার চর বয়রা গ্রামে।

এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এসএএ/এমএ