চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে মো. আরিফ (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে থানার লালখান বাজারের আমিন সেন্টারের পাশের একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।

আরিফের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর এলাকায়। তার বাবার নাম মো. আলী। তিনি চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে খুলশী থানা এলাকা থেকে আহত এক শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি খুলশী থানা এলাকার নির্মাণাধীন একটি ভবনের চতুর্থ তলা থেকে পড়ে গুরুতর আহত হয়েছিলেন বলে তার সহকর্মীরা জানিয়েছেন।

এমএ