রাত পোহালেই বোদা পৌরসভার নির্বাচন
রাত পোহালেই বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বোদা পৌর সভার নির্বাচন। নির্বাচন ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে ৯টি কেন্দ্রে পৌঁছে গেছে ভোট গ্রহণের সরঞ্জামাদি। সকাল সাড়ে ৮টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। তা বিরতিহীন চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্ব-স্ব কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি সদস্যসহ আনসার সদস্যরা দায়িত্ব পালন করবে।
বিজ্ঞাপন
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার বোদা পৌরসভার ৯টি ভোট কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ৪৮টি বুথে ভোট গ্রহণ করা হবে। এবারের নির্বাচনে ভোট প্রয়োগ করবেন ১৪ হাজার ৫ শত ১২ জন ভোটার। তাদের মধ্যে পুরুষ ৭ হাজার ৫১ জন ও নারী ভোটার রয়েছেন ৭ হাজার ৪৬১ জন।
নির্বাচনে মেয়র প্রার্থী ৪ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৯ জন ও ২৮ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। চারজন মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামীলীগ সমর্থিত আজাহার আলী (নৌকা), বিএনপির স্বতন্ত্র প্রার্থী হিসেবে বোদা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আখতার হোসেন (নারকেল গাছ), বোদা পৌর বিএনপির সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিন্ময় (জগ) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বোদা উপজেলা শাখার সহ-সভাপতি মওদুদ খান (হাতপাখা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। তবে এ নির্বাচনে বিএনপি সরাসরি কোনো প্রার্থী না দিলেও বিএনপি থেকে স্বতন্ত্র দুই প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
সাধারণ ওয়ার্ড কাউন্সিলর হিসেবে ১নং ওয়ার্ডে সফিকুর রহমান কেবলা, আরিফুর রহমান, ২নং ওয়ার্ডে আমজাদ হোসেন বাবলা, মহসিন, ৩নং ওয়ার্ডে খাদেমুল ইসলাম, এটিএম সালেকুল আজাদ, ৪নং ওয়ার্ডে রফিকুল ইসলাম বেলাল, জামাল উদ্দীন, আব্দুস সামাদ, ৫নং ওয়ার্ডে আব্দুল মালেক, রশিদুল ইসলাম, কাজী মো. ইকরাম উল্ল্যাহ পারভেজ, ৬নং ওয়ার্ডে আবু সাদাত সায়েম, মকছেদুল হক, আফছারুল ইসলাম, নুর ইসলাম, ৭নং ওয়ার্ডে কাউসার আলম রুমি, আবুল কালাম আজাদ, আব্দুল মান্নান, সাইদুর রহমান, ৮নং ওয়ার্ডে ছালাম, আবু হোসেন, আল মামুন, সোহাগ, সৈয়দ আলী ও ৯নং ওয়ার্ডে নুর আলম পুলক, শাহজাহান আলম, রাজীব চন্দ্র বর্মন ও আব্দুল লতিফ হুদা প্রতিদ্বন্দিতা করছেন।
অপরদিকে সংরক্ষিত নারী আসনে কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে রুবিনা আক্তার ও ইসমতারা, ২নং ওয়ার্ডে ঝরনা ও বিউটি বেগম এবং ৩নং ওয়ার্ডে রুনা লায়লা, সেলিনা আখতার, সুলতানা বেগম, বিলকিস বেগম ও মোছা. মজিদা বেগম প্রতিদ্বন্ধিতা করছেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর সাংবাদিকদের জানান, রাত পোহালেই বোদা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল সাড়ে ৮টা থেকে ইভিএমের মাধ্যমে শুরু হবে ভোট গ্রহণ। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে মোট ভোটার রয়েছেন ১৪ হাজার ৫১২ জন। তারা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিবেন। ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করতে প্রশাসনের ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলাবাহিনীর পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, বোদা পৌরসভা প্রতিষ্ঠিত হয় ২০০১ সালে। পৌরসভার প্রতিষ্ঠা হওয়ার পর সীমানা জটিলতায় দীর্ঘ ১৬ বছর পর গত ২০১৭ সালের ২৮ ডিসেম্বর প্রথম পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। আজ ২৯ ডিসেম্বর বোদা পৌরসভার দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এসকে দোয়েল/এফকে