উদ্ধার করা ইউনিফর্ম ও এটিএম কার্ড

একটি প্রতারক চক্রের সদস্যরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে রাজধানীতে প্রতারণা চালিয়ে যাচ্ছে- এমন অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৯ মার্চ) রাতে রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।

গ্রেফতারদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের ৫টি এটিএম কার্ড, বাংলাদেশ পুলিশের সহকারী পরিদর্শক পদ মর্যাদার র‌্যাংক ব্যাজসহ ইউনিফর্ম, বেল্ট ও ফিল্ড ক্যাপ জব্দ করা হয়েছে। বুধবার (১০ মার্চ) গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. বায়েজীদুর রহমান এসব তথ্য জানান। 

তিনি বলেন, গত ২২ ফেব্রুয়ারি রাত ৮টায় খিলগাঁও থানার তিলপাপাড়া এলাকার উত্তরণ ক্লাবের কাছ থেকে পুলিশ পরিচয়ে একটি চক্র ভিকটিম রনিকে জোরপূর্বক একটি বাড়িতে নিয়ে যায়। পরে ভয়-ভীতি দেখিয়ে তাদের সহযোগী নারী সদস্যের সঙ্গে আপত্তিকর ভিডিও ধারণ করে। এরপর তারা রনিকে মারধর করে মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ভিকটিমের কাছে ১ লাখ টাকা দাবি করে।  

টাকা না দিলে ভিকটিমের পরিবারকে সামাজিকভাবে অপদস্থ করবে বলে হুমকি দেয়। ভিকটিম বাধ্য হয়ে  ডাচ-বাংলা ব্যাংকের এটিএম কার্ড ও রকেট অ্যাপস থেকে ৯০ হাজার টাকা চক্রটিকে দিয়ে তাদের কাছ থেকে মুক্ত হয়ে আসেন। এ ঘটনায় গত ৮ মার্চ খিলগাঁও থানায় তিনি একটি মামলা দায়ের করেন। পরে মামলাটি তদন্ত শুরু করে গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

পুলিশ কমিশনার মো. বায়েজীদুর রহমান বলেন, তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে দক্ষিণ বনশ্রী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তাদের আদালতে পাঠানো হয়েছে।

এমএসি/আরএইচ