খেলাধুলার কোনো বয়স নেই : তাজুল ইসলাম
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, উন্নত ও ন্যায়ভিত্তিক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য প্রয়োজন একটি সুস্থ ও সৃজনশীল জাতি। খেলাধুলার মাধ্যমে আমাদের মনন এবং শারীরিক সুস্থতা ও সম্প্রীতি বৃদ্ধি পায়। খেলাধুলা বা শারীরিক ব্যায়াম করার কোনো বয়স নেই।
বুধবার (১০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত ৩০তম নাসির উদ্দিন স্মৃতি বার্ষিক টেনিস প্রতিযোগিতা-২০২১ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, খেলাধুলা আনন্দ দেওয়ার পাশাপাশি সৃজনশীলতা, শারীরিক ও মানসিক শক্তি বিকাশ এবং সম্প্রীতি বৃদ্ধি করে। তাছাড়া মানসিক ক্লান্তি দূর করতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জনপ্রশাসন সচিব ও অফিসার্স ক্লাব টেনিস সাব কমিটির চেয়ারম্যান শেখ ইউসুফ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী তাজুল ইসলাম।
এসএইচআর/আরএইচ
বিজ্ঞাপন