পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীদের তালিকা ও র‌্যাংকিং প্রকাশকারী এডি সায়েন্টিফিক ইনডেক্সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৯৫ জনের নাম এসেছে। তালিকায় বাংলাদেশি শীর্ষ ৫ হাজার জনের মধ্যে জবির আছে ৮৯ জনের নাম।

এডি সায়েন্টিফিক ইনডেক্স লিমিটেডের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বিশ্বব্যাপী বিজ্ঞানীদের তালিকা ও র‌্যাংকিং প্রকাশ করে অ্যালপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স লিমিটেড। ২০২৩ সালে এসে এই মুহূর্তে কারা বিশ্বের শীর্ষ বিজ্ঞানী সেই তালিকা প্রকাশ করেছে তারা। ওই তালিকার শীর্ষ ১০ বা ১০০-তে বাংলাদেশের কোনো বিজ্ঞানীর নাম নেই।

তবে এডি সায়েন্টিফিক ইনডেক্স বিশ্বের ২১৬টি দেশের ১৯৫২৫টি বিশ্ববিদ্যালয়ের ১২ লাখ ৪১ হাজার ৫২৩ জন বিজ্ঞানী বা বৈজ্ঞনিক গবেষকের তালিকা করেছে। তাদের সবার গবেষণাসহ বিভিন্ন কর্ম বিশ্লেষণ করে বৈশ্বিক, আঞ্চলিক ও দেশভিত্তিক বিজ্ঞানী ও বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং করেছে। যাদের গবেষণা কর্ম বিশ্লেষণ করা হয়েছে ওই তালিকায় বাংলাদেশের ১৬৮টি বিশ্ববিদ্যালয়ের ৬ হাজার ৩৩৫ জন বিজ্ঞানীর নাম অন্তর্ভুক্ত করেছে এডি সায়েন্টিফিক ইনডেক্স।

ইনডেক্স অনুযায়ী, বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৯তম, আঞ্চলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অবস্থান ১৫১২তম আর বিশ্ব র‌্যাংকিংয়ে অবস্থান ৪৫৪০তম।

ইনডেক্সে দেখানো হয়েছে বাংলাদেশি শীর্ষ ৫ হাজার বিজ্ঞানীর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৮৯ জন স্থান পেয়েছেন। আর ওই ইনডেক্স-এ নাম আসা ৬ হাজার ৩৩৫ জন বিজ্ঞানীর মধ্যে জবির আছেন ৯৫ জন।

এদিকে সায়েন্টিফিক ইনডেক্সে বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের ৩ জন ঠাঁই পেয়েছেন। এরমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন এবং আইসিডিডিআরবি’র ২ জন বিজ্ঞানী আছেন। এদের মধ্যে শীর্ষে আছেন আইসিডিডিআরবির বিজ্ঞানী রাশিদুল হক।

এমএল/জেএস