বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে চীন বিভিন্নভাবে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। আগামী ১৭ থেকে ২৬ মার্চ দশ দিনব্যাপী অনুষ্ঠানমালায় দেশটি বিভিন্নভাবে যুক্ত হবে। এর মধ্যে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুভেচ্ছা বক্তব্য দেবেন এবং অনুষ্ঠানটি চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রচার করবে।

বৃহস্পতিবার (১১ মার্চ) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এমন আগ্রহের কথা জানান বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জিমিং। চীন রাষ্ট্রদূতের এমন প্রস্তাবকে স্বাগত জানান উদযাপন কমিটির প্রধান।

বিকেলে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে আগামী ১৭ থেকে ২৬ মার্চ দশ দিনব্যাপী অনুষ্ঠানমালা আয়োজনের প্রস্তুতির বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে আলোকপাত করে চীনের রাষ্ট্রদূত জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্বোধনের অনুষ্ঠানমালায় আগামী ১৭ মার্চের অনুষ্ঠানে চীনের রাষ্ট্রপতির শুভেচ্ছা বক্তব্য দেবেন। তিনি বাংলাদেশে সরাসরি সম্প্রচারিত এ অনুষ্ঠানটি চীনের টেলিভিশন চ্যানেলেও সম্প্রচারের আগ্রহ প্রকাশ করেন।

রাষ্ট্রদূতের এমন প্রস্তাবকে বিশেষ করে চীনের প্রেসিডেন্টের শুভেচ্ছা ভাষণ দেওয়া এবং চীনের টেলিভিশনে সম্প্রচারের উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানান ড. কামাল আবু নাসের। তিনি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানমালায় চীনের অংশগ্রহণ বিশেষ করে চীনের প্রেসিডেন্টের শুভেচ্ছা ভাষণ এবং চীনের টেলিভিশনে সম্প্রচারের উদ্যোগ নেওয়ায় ধন্যবাদ জানান। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (সাধারণ সেবা) ও মুজিব জন্মশতবর্ষ সেলের সমন্বয়ক সালাহ উদ্দিন মাহমুদ এবং ঢাকায় চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মার্চ মাসে প্রতিবেশী চার দেশের রাষ্ট্র ও সরকার প্রধান বাংলাদেশে আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (৯ মার্চ) ঢাকায় এক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, ১৭ থেকে ২৬ মার্চ প্রতিবেশী চারটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা আসবেন। তাছাড়া আরও বহু রাষ্ট্র ও সরকার প্রধান এই উদ্যোগে বক্তব্য রাখবেন, বার্তা দেবেন। 

সফরে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ, নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।

এনএম/জেডএস