নারী সুরক্ষায় কাজ করছে পুলিশ
তেজগাঁওয়ে ডিএমপির উইমেন্স সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের অডিটোরিয়ামে কর্মশালা/ ছবি- ঢাকা পোস্ট
নারীদের প্রতি সহিংসতা রোধে এবং অধিকার প্রতিষ্ঠাসহ তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। এছাড়া যেসব নারী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছেন তাদের মানসিক সাহায্য দিয়ে আসছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে ডিএমপির উইমেন্স সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় বক্তারা এ কথা বলেন।
বিজ্ঞাপন
বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে বিদ্যমান আইন বাস্তবায়ন বিষয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় অংশগ্রহণ করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উইমেন্স সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে কর্মরত পুলিশ কর্মকর্তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় ও বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফাওজিয়া মোসলেম।
বিজ্ঞাপন
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উইমেন্স সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার হামিদা পারভীন পিপিএম। বিশেষ অতিথির বক্তব্যে কৃষ্ণ পদ রায় বলেন, নারীর প্রতি সহিংসতা রোধে এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় নিয়মিত কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। ডিএমপির উইমেন্স সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ বিভিন্ন সহিংসতায় নারী ভিকটিমদের সহযোগিতায় প্রতিনিয়ত তাদের কাজের পরিধি বৃদ্ধি করে চলেছে। নারীদের নিরাপত্তা প্রতিষ্ঠায় পুলিশের পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে তাদের ভূমিকা সঠিকভাবে পালন করতে হবে।
এ বিষয়ে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফাওজিয়া মোসলেম বলেন, ডিএমপির উইমেন্স সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের প্রতিষ্ঠালগ্ন থেকেই তাদের সঙ্গে নারী ভিকটিমদের সহায়তায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ মহিলা পরিষদ। নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে পুলিশের এই কার্যক্রম সত্যিই প্রশংসার দাবিদার। আশা করি ভবিষ্যতেও তাদের এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এমএসি/এইচকে