জোরারগঞ্জে গোলাগুলির ঘটনায় চার আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় বিজয় মেলাকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় দায়ের করা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (৯ জানুয়ারি) রাতে কুমিল্লার চান্দিনা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, আব্দুল্লাহ আল মামুন (২২), মাঈন উদ্দিন (২৫), মো. জুয়েল (৩০) ও জামাল উদ্দিন (২৫)। তাদের সবার বাড়ি জোরারগঞ্জ থানার মধ্যম সোনাপাহাড় এলাকায়।
বিজ্ঞাপন
র্যাব জানায়, গত বছরের ২২ থেকে ৩১ ডিসেম্বর জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে মুক্তিযুদ্ধ বিজয় মেলার আয়োজন করা হয়। মেলায় আগত দোকানদারদের কাছ থেকে স্থানীয় মাঈন উদ্দিন ওরফে টিটু (৪২) নামে একজন চাঁদা দাবি করে আসছিলেন। তবে বিজয় মেলা কমিটি তাকে চাঁদা দিতে বারণ করে। এ নিয়ে মেলা আয়োজকদের ওপর ক্ষিপ্ত ছিলেন টিটু। মেলা শেষ করে ফেরার পথে গত ১ জানুয়ারি ভোর রাতে জোরারগঞ্জ বাজারে টিটুর নেতৃত্বে একদল সন্ত্রাসী আয়োজকদের ওপর হামলা ও গুলি চালায়। এ ঘটনায় ছয়জন গুলিবিদ্ধ হন।
পরবর্তীতে ৪ জানুয়ারি মেলার শৃঙ্খলা কমিটির সদস্য কাউছার আহাম্মদ আরিফ বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১৭ জনের নাম উল্লেখ এবং ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এরপর থেকে মামলাটির আসামিদের গ্রেপ্তারে অভিযানে নামে র্যাব।
বিজ্ঞাপন
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে কুমিল্লার চান্দিনা থেকে জোরারগঞ্জে গোলাগুলি মামলার চার আসামিকে গ্রেপ্তার করে র্যাব-৭ ও র্যাব-১১ এর একটি যৌথ টিম। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এসকেডি