বোনারপাড়া-দিনাজপুর-বোনারপাড়া রুটে রামসাগর এক্সপ্রেস (৫৯/৬০) ট্রেনটি পুনরায় চালুর অনুরোধ জানিয়েছেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজনের কাছে পাঠানো এক চিঠিতে এ অনুরোধ করেন তিনি।

চিঠিতে মাহমুদ হাসান বলেন, আমার নির্বাচনী এলাকা গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) এর বোনারপাড়া রেলওয়ে জংশন থেকে প্রতিদিন সকালে দিনাজপুর অভিমুখে এবং বিকেলে দিনাজপুর থেকে বোনারপাড়া অভিমুখে রামসাগর এক্সপ্রেস ট্রেনটি চলাচল করত। ট্রেনটি চালুর ফলে এই অঞ্চলের মানুষের যাতায়াত ব্যবসা-বাণিজ্যসহ অন্যান্য সকল ক্ষেত্রে বিভিন্নভাবে উপকৃত হচ্ছিল। ট্রেনটি ২০০৯ সালে চালু হলেও কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যায়। ফলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অবর্ণনীয় দুর্ভোগে পড়েন। এ ট্রেনটি যখন চলাচল করত তখন আমার এলাকার মানুষ সহজে  বিভাগীয় শহর রংপুরে যাতায়াত করতে পারতেন। কিন্তু পরিতাপের বিষয় এ ট্রেনটি এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। দিনাজপুর এবং বিভাগীয় শহর রংপুরে যাতায়াতের দুর্ভোগ নিরসনে ‘গরিবের অ্যাম্বুলেন্স’ খ্যাত রামসাগর এক্সপ্রেস ট্রেনটি পুনরায় চালুকরণ আমার নির্বাচনী এলাকার সাধারণ মানুষের প্রাণের দাবি।

এ অবস্থায়, জনস্বার্থে রামসাগর এক্সপ্রেস ট্রেনটি পুনরায় বোনারপাড়া থেকে রংপুর হয়ে দিনাজপুর পর্যন্ত চালু করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি।

এমএইচএন/এসকেডি