শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার মৃত্যু
পাবনার সাঁথিয়া থানার আতিয়াকোটা এলাকায় শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ রোমেছা খাতুন (৭৫) রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন।
আজ (সোমবার) বেলা ১১ টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। আগুন পোহাতে গিয়ে গত শুক্রবার দগ্ধ হয়েছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য তাকে খ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।
বিজ্ঞাপন
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন ঢাকা পোস্টকে বলেন, শনিবার সন্ধ্যা ৬টায় জরুরি বিভাগে ভর্তি হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে জরুরি বিভাগে মারা যান তিনি। তার শরীরে ৩০ শতাংশ পুড়েছিল।
নিহত রোমেছা খাতুনের পুত্রবধূ তাসলিমা ঢাকা পোস্টকে বলেন, শুক্রবার আগুন পোহাতে গিয়ে তার শরীরে আগুন লেগে যায়। প্রথমে তাকে সদর হাসপাতালে নিয়ে যাই। পরদিন উন্নত চিকিৎসার জন্য তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
এসএএ/এনএফ