ডিএমপির প্রধান কার্যালয়ের টিনশেড ঘরে আগুন
আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুই ইউনিট/ ছবি: ঢাকা পোস্ট
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিন্টু রোডে অবস্থিত প্রধান কার্যালয়ের একটি টিনশেড ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিভিয়েছে।
রোববার (১৪ মার্চ) ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার ঢাকা পোস্ট-কে বিষয়টি নিশ্চিত করেন। দুপুর ১টা ২০ মিনিটে ফোন দিয়ে আগুনের সংবাদ দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।
বিজ্ঞাপন
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড়টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি। ঘরটিতে কিছু পরিত্যক্ত মালামাল ও ভ্যানগাড়ি ছিল।
এআর/এফআর
বিজ্ঞাপন