মরোক্কোর নতুন রাষ্ট্রদূত শাহাদাত হোসাইন
দক্ষিণ আফ্রিকার দেশ মরোক্কোয় নতুন রাষ্ট্রদূত হিসেবে মো. শাহাদাত হোসেনকে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে মরোক্কোর রাষ্ট্রদূত ছিলেন সুলতানা লায়লা। তিনি এখন পোল্যান্ডে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।
রোববার (১৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
কূটনীতিক শাহাদাত হোসেন বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৯৪৮ ব্যাচের কর্মকর্তা। ৩৫ বছরের কূটনীতিক জীবনে তিনি বেলজিয়াম, ইতালি ও কাতারে ঢাকার হয়ে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। শাহাদাত হোসেন শ্রীলঙ্কায় হাইকমিশনারও ছিলেন।
তিনি নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন, কায়রো, ইসলামাবাদ এবং নয়াদিল্লিতে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া শাহাদাত হোসেন ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক উইংয়ে বিভিন্ন পদে কাজ করেছেন।
বিজ্ঞাপন
শাহাদাত হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য বিভাগে এমএ ডিগ্রি সম্পন্ন করেন। তিনি বেলজিয়াম থেকে ফরাসি ভাষায় একটি ডিপ্লোমা সম্পন্ন করেন।
বিবাহিত জীবনে শাহাদাত দুই সন্তানের জনক।
এনআই/জেডএস