জ্বালানি খাতে মহাপরিকল্পনা তৈরিতে সহায়তা করবে জাইকা
বাংলাদেশের জন্য সমন্বিত বিদ্যুৎ ও জ্বালানি খাতে মহাপরিকল্পনা তৈরিতে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) সহায়তা করবে। এ লক্ষ্যে রোববার (১৪ মার্চ) ঢাকায় বাংলাদেশ সরকার ও জাইকার মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।
এ সময় জাইকা বাংলাদেশের প্রধান প্রতিনিধি, মি. ইইহো হায়াকায়া, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব, একে এম ফজলুল হক, মি মো. শাহরিয়ার কাদের সিদ্দিকি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব, ড. শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
বাংলাদেশ সরকার এরই মধ্যে ইনার্জি ইফিসিয়েন্সি অ্যান্ড কনজারভেশন মাস্টার প্ল্যান, সিস্টেম পাওয়ার প্ল্যান এবং গ্যাস সেক্টর মাস্টার প্ল্যান তৈরি করেছে।
জ্বালানি ব্যবহারের দক্ষতা, বিদ্যুতের সিস্টেম লস কমানো, কম দক্ষতার বিদ্যুৎ ব্যবস্থার প্রতিস্থাপন এবং নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের মতো বেশ কিছু বিষয়ও বিবেচনায় রয়েছে। এ কারিগরি সহায়তা প্রকল্পের লক্ষ্য হচ্ছে সরকারের সব পরিকল্পনার হালনাগাদকরণ এবং সমন্বয় করে একটি দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা তৈরি করা যাতে পরিবেশগত ও অর্থনৈতিকভাবে টেকসই বিদ্যুৎ জ্বালানি সরবরাহ করা যায়। সমন্বিত মহাপরিকল্পনায় নানা ধরণের জ্বালানি উৎসের মধ্যে সমন্বয় সাধন করা হবে এবং ২০৩০, ২০৪১ এবং ২০৫০ সালের জন্য দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণ করা হবে।
বিজ্ঞাপন
বর্তমান নীতি ও ভবিষ্যতে বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা বিবেচনায় এসব লক্ষ্য নির্ধারণ করা হবে। বিশ্লেষণের ভিত্তিতে গৃহস্থালি, বাণিজ্যিক, শিল্প, পরিবহন ও কৃষিখাতে জ্বালানি সরবরাহের বিষয়ে পরিকল্পনা প্রস্তাব করা হবে। এটি সরকারকে দীর্ঘমেয়াদে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন, খরচ বিশ্লেষণের মতো বিষয়ে পরিকল্পনা প্রণয়নের সহায়তা করবে।
পিএসডি/এসকেডি