নতুন কর্মস্থলে যোগ না দিলে স্ট্যান্ড রিলিজ হবেন নাসির উদ্দিন
অতিরিক্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদ
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হলেও তিনি এখনও যোগদান করেননি।
সোমবারের (১৫ মার্চ) মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করলে তাকে স্ট্যান্ড রিলিজ বলে গণ্য করা হবে। রোববার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে এ নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞাপন
এতে বলা হয়, ২৪ জানুয়ারি এক প্রজ্ঞাপনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক হিসেবে প্রেষণে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি এখন পর্যন্ত বদলি হওয়া কর্মস্থলে যোগদান করেননি।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, আগামী ১৫ মার্চের (সোমবার) মধ্যে বদলি হওয়া কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় আগামী ১৫ মার্চ অপরাহ্ন থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।
বিজ্ঞাপন
এসএইচআর/এফআর