বিনিয়োগের উৎকৃষ্ট স্থান বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বাংলাদেশ অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের পথে যাত্রা শুরু করেছে। এখন বাংলাদেশ বিনিয়োগের জন্য উৎকৃষ্ট স্থান। সুইডেন এদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করতে পারে। এতে উভয় দেশই লাভবান হবে।
রোববার (১৪ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 'বঙ্গবন্ধুর সোনার বাংলার ধারণা: সুইডিশ মডেল ও আগামী দিনের বৈশ্বিক চ্যালেঞ্জ’শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বাংলাদেশি পণ্য ইউরোপের বাজারে আরও সহজে প্রবেশের ক্ষেত্রে সুইডেনের সহযোগিতা চান তিনি। একইসঙ্গে তিনি দেশটিতে বাংলাদেশের পোশাকশিল্প ও ফুটওয়্যার খাতে বিনিয়োগ বাড়ানোর সুযোগ দেওয়ার আহ্বান জানান।
সুইডিশ মন্ত্রী ফ্রিধ বলেন, ‘বিদেশি বিনিয়োগ টানতে বাংলাদেশকে প্রস্তুতি নিতে হবে। এক্ষেত্রে সুইডিশ বিনিয়োগে ক্লিন এনার্জি খাত ও সোশ্যাল ডায়ালগে ঢাকার সঙ্গে কাজ করা যেতে পারে। সুইডেন এসব বিষয় নিয়ে কাজ করতে আগ্রহী।’
বিজ্ঞাপন
এ সময় সুইডিশ মন্ত্রী জানান, দেশটি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশর সঙ্গে কাজ করতে চায়।
পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যু নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে বার বার চেষ্টা করেও ফেরত পাঠানো সম্ভব হয়নি। আমি সুইডেনকে আহ্বান করব তারা যেন এ ব্যাপারে আমাদের সহযোগিতা করে।’
রোহিঙ্গা ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে সুইডিশ মন্ত্রী জানান, দেশটি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গেই রয়েছে।
সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী সাতদিনের সফরে গতকাল ঢাকায় আসেন। মন্ত্রী হিসেবে এটি তার প্রথম বিদেশ সফর। সফরে তিনি সরকারের বিভিন্ন পর্যায়ের নীতিনির্ধারক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও তিনি দেশটির অনুদানে পরিচালিত বিভিন্ন মানবাধিকার কর্মসূচি ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন।
এনআই/এসকেডি