রাজধানীর যাত্রাবাড়ী থানার কুতুবখালী বউবাজার এলাকায় গলায় ফাঁস দিয়ে নুপুর আক্তার (১৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত নুপুর আক্তারের বাবা খলিলুর রহমান জানান, নুপুর স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। তার মা আত্মীয়ের বাসায় বেড়াতে যায় এবং আমি ব্যবসা প্রতিষ্ঠানে ছিলাম। আমি রাত ১০টার দিকে বাসায় আসি। বাসায় এসে দরজা খোলার জন্য ডাকাডাকি করলেও দরজা খুলে না। পরে দরজা ভেঙে ভেতর ঢুকে দেখি নুপুর গলায় ফাঁস দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে আমার চিৎকারে আশপাশের ভাড়াটিয়ারা এসে তাড়াতাড়ি তাকে নামিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি। ঘটনাটি তারাই তদন্ত করছে।

এসএএ/এমএ