বিদেশি মদসহ চট্টগ্রাম বন্দরে কর্মরত এসএস খালাশী গ্রেফতার
চট্টগ্রাম নগরীর খুলশী থানার লালখান বাজার এলাকা থেকে মো. আওলাদ হোসেন নামে বন্দরের এক কর্মচারীকে বিদেশি মদসহ গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। আওলাদ চট্টগ্রাম বন্দরের মেরিন বিভাগের নৌ প্রকৌশলের এসএস খালাশী পদে কর্মরত।
রোববার (১৪ মার্চ) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের পুলিশ পরির্দশক মো. কামরুজ্জামান। তিনি বলেন, শনিবার দিবাগত রাতে গোপন সূত্রে জানতে পারি, খুলশী থানার লালখান বাজারের আমিন সেন্টারের সামনে কয়েকজন মাদক কারবারি মাদক বিক্রির জন্য অবস্থান করছে। পরে ঘটনাস্থলে গিয়ে একজনকে সাদা রংয়ের প্লাস্টিকের ব্যাগসহ আটক করা হয়। এসময় আটটি বিদেশি মদের বোতল জব্দ করা হয়।
বিজ্ঞাপন
তিনি আরো বলেন, আওলাদ বেশি দামে বিক্রয় এর উদ্দেশ্যে বিদেশি মদ নিজের হেফাজতে রাখেন। তিনি টাঙ্গাইল জেলার মীর্জাপুর থানার চানপুরের মৃত মহর আলী সিকদারের ছেলে।
পুলিশ পরির্দশক মো. কামরুজ্জামান আরো বলেন, এ ঘটনায় খুলশী থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি আওলাদ হোসনকে আদালত নেওয়া হলে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।
বিজ্ঞাপন
কেএম/ওএফ