কামরাঙ্গীরচরে মায়ের বকুনিতে কিশোরের আত্মহত্যা
প্রতীকী ছবি
রাজধানীর কামরাঙ্গীরচর মুনসিহাটি এলাকায় গলায় ফাঁস দিয়ে তুষার (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫০ মিনিটে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
মৃত তুষারের মা লাইলী বেগম ঢাকা পোস্টকে বলেন, তুষার একটি কাপড়ের কারখানায় কাজ করে। সে ঠিকমত কাজ না করায় তাকে বকা দিলে ঘরে ঢুকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, আমরা কামরাঙ্গীরচর থানার মুনসিহাটি হান্নানের বাড়ির ভাড়াটিয়া। আমার তিন ছেলের মধ্যে সে ছিল সবার ছোট।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টিকে আমরা কামরাঙ্গীরচর থানাকে জানিয়েছি।
এসএএ/এমএ