মো. জাকির হোসেন

রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. জাকির হোসেনকে রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (১৪ মার্চ) নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়েছে।

এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাপোর্ট টু ক্যাপাসিটি বিল্ডিং অব বেজার প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) প্রকল্প পরিচালক মো. আলী হাসানকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী সদস্য হয়েছে।

আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. দেলোয়ার হোসেনকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্মসচিব রাশিদা ফেরদৌসকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্ম সচিব মো. বোরহানুল হককে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে বদলি করা হয়েছে।

এসএইচআর/ওএফ