স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পালাগানের আসরের আয়োজন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী। রোববার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টায় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে এই পালাগানের আসর বসে। এতে পালাগান পরিবেশন করেন শিল্পী জালাল সরকার ও তার দল এবং শিল্পী সোনিয়া সরকার ও তার দল। 

উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন বলেন, ‌বাঙালির ঐতিহ্য, মানসিকতা, কর্ম, দর্শন, রাজনীতি, অর্থনীতি, জীবন সংসারের বিভিন্ন কর্মকাণ্ড ও মানুষের ভাবনা জগতের বিভিন্ন বিষয়ে পালাগানের পরিবেশন করা হয়। তাই স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমরা পালাগানের আয়োজন করেছি।

বাহাদুর শাহ পার্কে পালাগানের আয়োজনের ব্যাপারে তিনি বলেন, এখানে অনুষ্ঠান করতে আমাদের ১০ হাজার টাকা দিতে হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসেও সংস্কৃতির অঙ্গনে সরকারের মনোনিবেশ কম। সাংস্কৃতিক সংগঠনগুলোর অনুষ্ঠান পরিবেশনার জন্য শহরে বিশেষ কোনো জায়গা নেই। আমাদের শহরের বিভিন্ন জায়গায় সংশ্লিষ্ট মহলের অনুমতি নিয়ে অনুষ্ঠান করি। 

তিনি আরও বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা অসাম্প্রদায়িক দেশ গড়ার কথা বলি। জনগণের মাঝে ঐক্যের চেষ্টা করি। আমরা তো বিবাদ ছড়াই না। এ দেশে ওয়াজ মাহফিল করতে পারে, কিন্তু আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গেলে অনুমতি নেওয়া লাগে।

এমটি/ওএফ