বাজারে নতুন সবজি সজনে আসতে শুরু করেছে। ডাল ও তরকারিতে বাড়তি স্বাদ যোগ করে মৌসুমি এই সবজি। নতুন হওয়ায় দাম একটু বেশি। 

রোববার (১৪ মার্চ) রাতে মতিঝিল এলাকায় কাঁচাবাজারগুলোতে দেখে দেখা গেছে, কেজি প্রতি সজনে বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে। আকারে ছোট সজনে কেজিতে ৫০-৫৫টি পিস ওঠে। একটু ভালো মানের কেজিতে ৪০-৪৫ পিস সজনে হয়, এগুলো বিক্রি হচ্ছে ১৬০-১৬৫ টাকা দরে।

অফিস শেষে বাসায় ফেরার পথে বাজার করতে আসা ব্যাংক কর্মকর্তা ওহিদ উদ্দিন মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, সিজনের প্রথম তো তাই একটু দামও বেশি সজনের। তাই আমি আধা কেজি কিনেছি। কারণ আগামী সপ্তাহে আধা কেজির টাকায় এক কেজি সজনে কিনতে পারব। ইচ্ছা ছিল না কিন্তু ভালো লাগল তাই কিনলাম।

মতিঝিলের জীবন বীমা ভবনের সামনের সবজি বিক্রি করেন এনায়েত হোসেন। তিনি বলেন, সজনে নতুন আসছে। দেখতেও অনেক ভালো। দাম বেশি হওয়াতে কম এনেছি। কারণ এখন বিক্রি কম হবে।

তিনি বলেন, গত সপ্তাহ ২০০ টাকা কেজি বিক্রি করেছি। আগামী সপ্তাহ আরও কমে যাবে সজনের দাম। ভরা মৌসুমে ৫০ টাকা কেজি হবে।

মানিকনগরের বাসিন্দা একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, সজনে আমার স্ত্রীর খুব প্রিয় খাবার। তাই নিচ্ছি।

সজনের দাম বেশি হলেও টমেটোর দাম একটু কম। মৌসুমি টমেটো বাজারে মান ভেদে বিক্রি হচ্ছে ১৫ থেকে ৩০ টাকা কেজি দরে। আলু বিক্রি হচ্ছে ১৮-২০ টাকা কেজিতে। মুলা, পেঁপে, বেগুন বিক্রি হচ্ছে যথাক্রমে ১৫, ২০ ও ২৫ টাকা কেজি দরে।

এমআই/ওএফ