চেইনের সঙ্গে ধাক্কায় ডুবল আস্ত জাহাজ
সিমেন্ট কাঁচামাল নিয়ে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জ যাওয়ার পথে লক্ষ্মীপুরের চরগজারিয়া এলাকায় মেঘনা নদীতে চেইনের সঙ্গে ধাক্কা লেগে এমভি রোকনুর-১ নামে একটি জাহাজ ডুবে গেছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে, এমভি রোকনুর চট্টগ্রাম থেকে প্রায় দুই হাজার টন সিমেন্টের কাঁচামাল নিয়ে নারায়ণগঞ্জের মুক্তারপুরের উদ্দেশ্যে রওনা দেয়। এটি চরগজারিয়া এলাকায় পৌঁছালে সেখানে আগে থেকে নোঙ্গর করা ‘এমভি প্রগতি গ্রীণ লাইন-১’ নামে একটি জাহাজের চেইনের সঙ্গে লেগে ডুবে যায়। তবে ১৩ জন নাবিক নিরাপদে সাতার কেটে নোঙ্গর করা জাহাজে ওঠে যায়।
বিআইডব্লিউটিএ’র চট্টগ্রামের যুগ্ম পরিচালক সবুর খান ঢাকা পোস্টকে বলেন, ডুবে যাওয়া জাহাজটি মাস্তুলসহ সুপারস্ট্রাকচারের কিছু অংশ ভাটায় দেখা যায়। তবে জোয়ার আসলে এটি পুরোপুরি ডুবে যায়। নিরাপদ নৌ-চলাচলের সুবিধার্থে অর্ধডুবন্ত রেকটিতে একটি সবুজ জিআরপি বয়া (সবুজ বাতিসহ) বসানো হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ওই পথ ব্যবহারকারী সকল নৌ-যানকে চট্টগ্রাম থেকে জনতা বাজার যেতে রেকটিকে হাতের ডানে এবং জনতাবাজার থেকে চট্টগ্রামগামী নৌ-যানকে রেকটিকে হাতের বামে রেখে সতর্কতার সঙ্গে অতিক্রমের জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে আজ (বুধবার) একটি জরুরি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।
এমআর/এমজে