রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় মো. পলাশ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত পলাশ যাত্রাবাড়ী থানার কাজলা স্কুল গলি এলাকার বাসিন্দা।

নিহতের সহকর্মী সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, পলাশ সাগরিকা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের বডি মিস্ত্রি। রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে আসা টাটা কোম্পানির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি।

এসএএ/এমজে