ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্যাথলজি পরীক্ষায় চলছে রমরমা ব্যবসা। প্যাথলজি বিভাগের স্টাফ, আনসার ও ডাক্তারদের এজেন্টের একটি সিন্ডিকেট মিলেমিশে দ্বিগুণ ও তিনগুণ দামে বাইরে পরীক্ষা করাতে বাধ্য করছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রনজিৎ কুমারের নেতৃত্বে একটি দল অভিযানে গিয়ে অভিযোগের সত্যতা পেয়েছে। টিম হাসপাতালের পরিচালকসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছে। এছাড়া হাসপাতালের ভেতরে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের এজেন্টদের সক্রিয় উপস্থিতি পেয়েছে এনফোর্সমেন্ট টিম।

মূলত জনপ্রিয় অনলাইন পত্রিকা ঢাকা পোস্টে প্রকাশিত ‘ঢামেকের প্যাথলজি বিভাগ : ‘অনিয়ম’ যেখানে নিয়ম’ শীর্ষক প্রতিবেদনের সূত্র ধরে এ অভিযান চালায় দুদক।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক ঢাকা পোস্টকে বলেন, দুদক টিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে পরিদর্শনে গিয়ে বিভিন্ন অসঙ্গতি দেখতে পায়। বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার কর্তৃক নিয়োজিত দালালরা অসহায় রোগীদের সরলতার সুযোগ নিয়ে তাদের দ্বিগুণ ও তিনগুণ দামে বাইরে পরীক্ষা করাতে বাধ্য করছে।

তিনি বলেন, টিম রোগীদের সঙ্গে কথা বলে। তাদের তথ্যানুসারে হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্য, প্যাথলজি বিভাগের কিছু অসাধু নার্স, স্টাফ জড়িত বলে জানিয়েছে। এ বিষয় বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করবে টিম।

দুদক সূত্র আরও জানা যায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগের সরকারি স্টাফ ও আনসার সদস্যদের বিরুদ্ধে রোগীদের সেবা প্রদানে হয়রানি এবং প্যাথলজি পরীক্ষার টাকা সরকারি কোষাগারে জমা না দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ অভিযান চালানো হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্যাথলজি বিভাগে পদে পদে ভোগান্তির শিকার হচ্ছেন রোগী ও তাদের স্বজনরা। এসব অনিয়মের সঙ্গে জড়িত এ বিভাগের সরকারি স্টাফ ও আনসার সদস্যরা। শুধু অনিয়ম নয়, হাসপাতালের প্যাথলজি পরীক্ষার টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে নিজেদের কাছে রেখে দিচ্ছে অসাধু একটি চক্র। ফলে রোগীরা যেমন প্রতারিত হচ্ছেন, তেমনি রাজস্ব হারাচ্ছে সরকার। ঢামেক হাসপাতালের স্টাফদের কমিশন দিয়ে বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগী ভাগিয়ে নিয়ে যাচ্ছে একটি চক্র। এছাড়া অনেক চিকিৎসক ‘হাসপাতালে ভালো রিপোর্ট আসে না’ এ যুক্তিতে বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের স্লিপে প্যাথলজি পরীক্ষার নাম লিখে দিচ্ছেন। আর যথাযথ নজরদারি না থাকায় অপরাধে জড়িয়ে পড়ছেন এখানকার কর্মচারীরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আশেপাশে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার। সেসবের মধ্যে কয়েকটির মালিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কিছু চিকিৎসক। এসব ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ জমা পড়ে বলেও জানা গেছে।

আরএম/এসএসএইচ/