বইমেলায় সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ‘ফ্রি চিকিৎসা সেবা’
অমর একুশে বইমেলায় ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছে ঢাকার সিভিল সার্জন কার্যালয়। মেলায় বাংলা একাডেমির সামনের প্রবেশপথের পাশেই হেলথ বুথ বসিয়েছে প্রতিষ্ঠানটি। বুথ থেকে জ্বর, কাশি, উচ্চ রক্তচাপ, কাঁটা-ছেড়াসহ সব ধরনের প্রাথমিক চিকিৎসা সেবা পাচ্ছেন মেলায় আসা পাঠক, ক্রেতা ও দর্শনার্থীরা।
মেলায় আসা প্রাথমিক সেবাগ্রহীতাদের প্যারাসিটামল, ওমিপ্রাজল, ডেস্কামেথাসন, কিটোটিফেন, ডেসলোটরাডিনসহ বেশ কয়েকটি গ্রুপের ফ্রি ওষুধ দেওয়া হচ্ছে। এছাড়া রোগীর জটিল ব্যাধিতে অবস্থা বুঝে রেফার করা হচ্ছে নিকটস্থ হাসপাতালে।
বিজ্ঞাপন
ঢাকা সিভিল সার্জন কার্যালয়ের অধীনে দায়িত্বরত বিভিন্ন ইউনিটের চিকিৎসকরা এ সেবা দিচ্ছেন। চিকিৎসকদের পাশাপাশি নিয়োজিত করা হয়েছে একজন নার্সও৷ মেলার শুরু থেকে শেষ অবধি চিকিৎসা বুথ থেকে সেবা নিতে পারছেন দর্শনার্থীরা৷ এখন পর্যন্ত দুই শতাধিক রোগী তাদের সেবা গ্রহণ করেছেন৷
মেলার ১০ম দিনে দায়িত্বরত চিকিৎসক ডা. অপর্ণা রানী কর্মকার ঢাকা পোস্টকে বলেন, মেলায় এসে অনেকেই বিপাকে পড়েন। কেউ আহত হন, কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মেলায় আসা এসব মানুষের কথা মাথায় রেখে আমরা ফ্রি হেলথ বুথে সেবা দিচ্ছি।
বিজ্ঞাপন
এমএম/এসকেডি