সহকারী উপজেলা যুব উন্নয়ন সমিতির সভাপতি আজিজুল, সম্পাদক মোস্তফা
বাঁয়ে সভাপতি মো. আজিজুল ইসলাম বাবলু ও ডানে সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা : ছবি সংগৃহীত
সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল ইসলাম বাবলু সভাপতি এবং সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর পুষ্পদাম কমিউনিটি সেন্টারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
৭১-সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির মোট ৪টি পদে এই নির্বাচন হয়। ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের অধীনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে অন্য ২ জনের মধ্যে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোক্তার হোসেন এবং অর্থ সম্পাদক হয়েছেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান।
বিজ্ঞাপন
নির্বাচনে সারা দেশ থেকে মোট ৪৭১ জন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট প্রদান করেন।
এমএ