মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭টি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নুরুল আলমের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৫), একই এলাকার আব্দুল খালেকের ছেলে মো. সাজ্জাদ (২৭), কক্সবাজারের রামু এলাকার মকবুল হোসেনের ছেলে মো. জাহেদুল ইসলাম (২০) ও একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. ইউসুফ (২৪)।

শনিবার (১৮ জানুয়ারি) চট্টগ্রাম নগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) মোখলেছুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাঁচলাইশ থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারে বিশেষ পদক্ষেপ নেয় পুলিশ। এরই অংশ হিসেবে চুরির ঘটনাস্থল থেকে শুরু করে নগরের বিভিন্ন স্থানের ৬৫০টি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। এসব ফুটেজ দেখে প্রথমে আনোয়ার হোসেন ও সাজ্জাদকে শনাক্ত করা হয়। সোর্স নিয়োগ করে সাদা পোশাকে নগরের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ২ নম্বর গেট, জিইসি মোড়, প্রবর্তক মোড়, মুরাদপুর মোড়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি চালানো হয়।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, গতকাল (শুক্রবার) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেটে এলাকায় চুরি করতে আসলে আনোয়ার ও সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেলে কক্সবাজারে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে জাহেদুল ও ইউসুফকে গ্রেপ্তার করা হয়। চারজনকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিসি মোখলেছুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের মধ্যে আনোয়ার ও সাজ্জাদ মোটরসাইকেল চুরি করে। বাকি দুজন বিক্রিতে সহযোগিতা করেন। আনোয়ার ও সাজ্জাদের মধ্যে একজন ঘটনাস্থলে সতর্ক দৃষ্টি রাখে এবং অন্যজনে মাস্টার চাবি দিয়ে এক মিনিটের মধ্যেই গাড়ি চালু করে নিয়ে যায়।

এমআর/এসকেডি