মোহাম্মদপুরে ব্যাগে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুর তাজমহল রোডের মিনার মসজিদ ও মাদ্রাসার মাঠ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় ৯৯৯ খবর পেয়ে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিউল আলম। তিনি ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে তাজমহল রোডের মিনার মসজিদ ও মাদ্রাসা মাঠের ভেতরে টিনের বেড়ার সঙ্গে একটি প্লাস্টিকের ব্যাগে মোড়ানো ওই নবজাতকের (ছেলে) মরদেহ উদ্ধার করি। পরে আমরা মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠাই।
তিনি আরও বলেন, কে বা কারা নবজাতককে এখানে ফেলে গেছে সেটি আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে খুঁজে বের করার চেষ্টা করছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিজ্ঞাপন
এসএএ/এমএ