চট্টগ্রামে দেয়াল ধসে নিহত বেড়ে ২
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার জামালখান এলাকায় পুরোনো ভবনের দেয়াল ধসে নিহত বেড়ে দুইজনে দাঁড়িয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে জামালখানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. জসিম (৪১) ও রওনক চক্রবর্তী (৬০)। জসিমের গ্রামের বাড়ি ফটিকছড়ি উপজেলায়। তিনি ভবন ভাঙার কাজ তদারকি করছিলেন। এছাড়া রওনকের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল হালিম ঢাকা পোস্টকে বলেন, বিকেল ৪টা ২০ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। জসিম ঘটনাস্থলে মারা যান। আরেকজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক ঢাকা পোস্টকে বলেন, জামালখানে দেয়াল ধসে আহত একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তিনি চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর মারা যান। আরেকজনের মরদেহও হাসপাতালে আনা হয়েছে। দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, পুরোনো দোতলা ভবন ভাঙার সময় দেয়াল ধসে ফুটপাতে পড়ে। এ সময় সেখানে থাকা একজন ঘটনাস্থলে মারা যান। আরেকজনকে হাসপাতালে পাঠানো হয়। ভবন ভাঙার সময় সঠিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। এজন্য দুর্ঘটনা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির বলেন, এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। তবে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
এমআর/এমজে