ফাইল ছবি

ব্যক্তিগত সফরে এক মাসের জন্য আমেরিকা যাচ্ছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। নির্বাচন কমিশনারের সঙ্গে আমেরিকা সফর করবেন তার স্ত্রীও। 

নির্বাচন কমিশনের উপ-সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি চিফ অ্যাকাউন্টস এবং ফাইন্যান্স অফিসারের কাছে পাঠানো হয়েছে। চিঠিটি ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ব্যক্তিগত সফরে আমেরিকা যাচ্ছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। এই সফরে কমিশনার তার স্ত্রী সালমা সুলতানা তার সঙ্গে আমেরিকা সফর করবেন। এই সফরের সব খরচ কমিশনার নিজে বহন করবেন বলে চিঠিতে উল্লেখ করা আছে।

ইসির উপ-সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত চিঠিটি মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং পুলিশের মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়েছে।

এসআর/জেডএস