রাজধানীর বনানীতে অভিযান পরিচালনা করে ১৬৯ লিটার বিয়ার, ৭২ লিটার বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার রাত সোয়া ১১টার দিকে বনানী থানাধীন মহাখালী টিবি গেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করে র‌্যাব।

গ্রেপ্তার হওয়া অভিযুক্তের নাম মো. সবুর উদ্দিন (৫০)। তিনি সিরাজগঞ্জ সদরের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, গ্রেপ্তার সবুর দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে যানবাহন ব্যবহার করে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন প্রকারের অবৈধ মাদকদ্রব্য বিয়ার ও বিদেশি মদ পরিবহন করে বনানীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জব্দ মাদকদ্রব্য ও গ্রেপ্তার হওয়া অভিযুক্তকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জেইউ/এসকেডি