বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের শাস্তি দাবি
মুক্তিযোদ্ধা সুপ্রিম কমান্ড কাউন্সিলের আলোচনা সভা
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ায় দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা সুপ্রিম কমান্ড কাউন্সিল।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ২০ হাজার টাকা করার দাবিও জানায় সংগঠনটি।
বিজ্ঞাপন
লিখিত বক্তব্যে সংগঠনটি বলে, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয় না। তাদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বীর মুক্তিযোদ্ধাদের বর্তমান মাসিক ভাতা সময় ও পরিস্থিত বিবেচনায় বেশ কম উল্লেখ করে তা ২০ হাজার টাকা করার দাবি জানায় সংগঠনটি। এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের সুচিকিৎসার জন্য জেলা ও উপজেলার সকল হাসপাতালে বিশেষ ব্যবস্থার অনুরোধ জানায় তারা।
বিজ্ঞাপন
আলোচনা সভায় সংগঠনটির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হক, আওয়ামী লীগ উপদেষ্টা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. রশিদুল আলম, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এইচএন/এসআরএস