সরকারি হাসপাতালের বহির্বিভাগে দুই শিফটে বিনামূল্যে চিকিৎসার দাবি
সরকারি হাসপাতালের বহির্বিভাগে দুই শিফটে বিনামূল্যে চিকিৎসা সেবা চালু করা এবং সরকারি হাসপাতালে প্রাইভেট ব্যবসা বন্ধ করাসহ ১৩ দফা দাবি জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
বিজ্ঞাপন
জাতীয় মুক্তি কাউন্সিলের অন্যান্য দাবিগুলো হচ্ছে- ইউজার ফি বাতিল করে বিনামূল্যে চিকিৎসা দেওয়া; প্রেসক্রিপশনে অপ্রয়োজনীয় ওষুধ, টেস্ট লিখে রোগীদের পকেট কাটা বন্ধ করা; জাতীয় বাজেটের ন্যূনতম ১৫ শতাংশ স্বাস্থ্যখাতে বরাদ্দ দেওয়া; ৫৩টি অত্যাবশকীয় ওষুধের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করা; প্রতিটি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে অত্যাবশকীয় ওষুধ সরবরাহ, আধুনিক ডেলিভারি ব্যবস্থা, বিশেষজ্ঞ ও দক্ষ ডাক্তার-নার্স নিয়োগ দেওয়া; সরকারি উদ্যোগে ২৫০টি অত্যাবশকীয় ওষুধ উৎপাদন করা; দেশে মেডিকেল ইকুইপমেন্ট উৎপাদন, ভ্যাকসিন আবিষ্কার ইত্যাদির জন্য মেডিকেল গবেষণা খাতে বরাদ্দ বাড়ানো; শ্রমিক কৃষক নিপীড়িত জাতি ও জনগণের স্বার্থে জাতীয় স্বাস্থ্য নীতি প্রণয়ন করা; এনজিওদের হাতে স্বাস্থ্য ব্যবস্থা তুলে না দেওয়া; বিশ্ব ব্যাংকের নির্দেশে স্বাস্থ্যখাত বেসরকারিকরণ না করা এবং সভা সমাবেশে পুলিশি বাধা বন্ধ করা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম, বাংলাদেশ লেখক শিবিরের সাধারণ সম্পাদক কাজী ইকবাল, গণতান্ত্রিক যুব সংগ্রামের সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য দেলোয়ার হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার ও জয়ভীম ছাত্র-যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক হেমন্ত দাস।
বিজ্ঞাপন
এমএইচএন/জেডএস