বন্দরে স্টিল মিলের ভাট্টি বিস্ফোরণে দগ্ধ ৬
নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বন্দর স্টিল মিলের ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন।
সোমবার দিবাগত রাত ২টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- ফরিদ (৩০), খাদিমুল (৪৫), জমির আলী (৪৫), হানিফ (৪০), পলাশ (২০) ও মোহাম্মদ আলী (৩৫)।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক ডা. এস এম আইউব হোসেন।
তিনি ঢাকা পোস্টকে বলেন, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকা থেকে দগ্ধ অবস্থায় ছয়জন শ্রমিককে আমাদের এখানে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, স্টিল মিলে লোহার ভাট্টি বিস্ফোরণের কারণে এ ঘটনাটি ঘটে। কার কত শতাংশ দগ্ধ হয়েছে সেটি এখনো জানা যায়নি। বিস্তারিত পেলে বিষয়টি পরে জানানো হবে।
বিজ্ঞাপন
এসএএ/এফকে