তিস্তা চুক্তি বাস্তবায়নে ভারতের প্রতি আহ্বান ঢাকার
নয়া দিল্লিতে পানিসম্পদ সচিব পর্যায়ের বৈঠক
বহুপ্রতীক্ষিত তিস্তা চুক্তি চূড়ান্ত করতে নয়া দিল্লিকে আবারও আহ্বান জানিয়েছে ঢাকা। একইসঙ্গে ছয়টি অভিন্ন নদীর পানিবণ্টনের সুরাহা করতেও নয়া দিল্লির প্রতি জোর আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) নয়া দিল্লিতে পানিসম্পদ সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা তিস্তা ও ছয়টি অভিন্ন নদীর হিস্যা বুঝে পেতে এই আহ্বান জানায়।
বিজ্ঞাপন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের আগে নয়া দিল্লিতে পানিসম্পদ সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন কবির বিন আনোয়ার এবং ভারতের পক্ষে পঙ্কজ কুমার। বৈঠকে সচিব কবির বিন আনোয়ার নয়া দিল্লির প্রতিনিধিকে অভিহিত করেন যে, ২০১১ সালে তিস্তা চুক্তি চূড়ান্ত হলেও আজও এর বাস্তবায়ন হয়নি। ছয়টি অভিন্ন নদী- মনু, ধরলা, গোমতি, খোয়াই, দুধকুমার ও মুহুরি নদীর পানি বণ্টনের বিষয়েও তাগিদ দেন সচিব কবির বিন আনোয়ার।
এদিকে সোমবার (১৫ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী নিয়ে পাঁচ দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে জানান, তিস্তা চুক্তির প্রতিটি পাতায় পাতায় সচিব পর্যায়ের স্বাক্ষর আছে। কিন্তু এটা এখনও বাস্তবায়ন হয়নি।
বিজ্ঞাপন
বৈঠকে তিস্তা ও ছয়টি অভিন্ন নদীর পানিবণ্টন ছাড়াও রহিমপুর খাল খনন, তিতাস নদীর পানিদূষণ, পশ্চিমবঙ্গে পানি প্রত্যাহারের কারণে মহানন্দা নদীর পানি হ্রাস ও অববাহিকা ব্যবস্থাপনার বিষয়গুলো গুরুত্ব পায়।
এনআই/এইচকে